Advertisement

বগুড়া ডিসি অফিস ঘেরাও করল যে কারণে || Due to the fact that the Bogra DC office was surrounded

বগুড়া ডিসি অফিস ঘেরাও করল যে কারণে || Due to the fact that the Bogra DC office was surrounded Due to the fact that the Bogra DC office was surrounded : Watch the video

পল্লী রেশনিং ও ষাটোর্ধ বয়স্কদের জন্য, পেনশন স্কীম চালুসহ, ১০ দফা দাবিতে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ করেছে, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। বৃহস্পতিবার দুপুরে, সমাবেশ শেষে দাবিগুলো পূরণের জন্য, জেলা প্রশাসকের মাধ্যমে, প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
দাবিগুলো হলো- গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পের দুর্নীতি-অনিয়ম বন্ধ করতে হবে, অবিলম্বে পল্লী রেশনিং চালু করে চাল-আটা ৫ টাকা, তেল-ডাল ৩০ টাকা, লবণ-চিনি-কেরোসিন ১৫ টাকা দরে দিতে হবে, ‘১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি’ পুনরায় সব উপজেলায় চালু ও মজুরি বৃদ্ধি করতে হবে,
ষাটোর্ধ বয়স্কদের জন্য পেনশন স্কীম চালু করতে হবে, খাসজমি প্রকৃত ভূমিহীন ক্ষেতমজুরদের দিতে হবে, খাইখালাসি ধরনের আইন করে এনজিও ঋণের অত্যাচার বন্ধ করতে হবে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ সার্বক্ষণিক ডাক্তার, নার্স ও বিনামূল্যে ওষুধপত্র দিতে হবে এবং ক্ষেতমজুরের সন্তানদের বিনা খরচে সুশিক্ষা নিশ্চিত ও চাকুরিক্ষেত্রে কোটার ব্যবস্থা করতে হবে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ওই সংগঠনের পক্ষ থেকে শহরের জিরো সাতমাথা থেকে একটি মিছিল বের করা হয়। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন। এসময় প্ল্যাকার্ড হাতে ১০ দফা দাবি নিয়ে ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে তারা ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির বগুড়া জেলা কমিটির সভাপতি সাহা সন্তোসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতোর পরিচালনায় ডিসি কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোস কুমার পাল, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ , ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সারা দেশে ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। দেশ আজ চরম সংকটকাল অতিবাহিত করছে। দ্রব্য মূল্যের উর্দ্ধগতি আর ব্যায়ের বিশাল পার্থক্যে মানুষের জীবন-জীবিকা আজ বিপর্যস্ত। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। গ্রামীন বরাদ্দের লুটপাট, ব্যবসা সিন্ডিকেট, ঘুষ দূর্নীতি মানুষকে জিম্মি করে ফেলেছে। এই অবস্থায় ক্ষেতমজুরদের ১০ দফা দাবি মেনে নিয়ে তাদের পাশে থাকার আহবান জানান তারা।

বগুড়া ডিসি অফিস ঘেরাও করল যে কারণে,Due to the fact that the Bogra DC office was surrounded,বগুড়া,ডিসি,অফিস,ডিসি অফিস,ঘেরাও,Bogra,DC,office,DC office,Bogra DC office,বগুড়া ডিসি অফিস,ক্ষেতমজুর,বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি,পল্লী,রেশনিং,পল্লী রেশনিং,news,bogra news,bangla,bangla news,tv,tv news,news tv,খবর,নিউজ,বগুড়া খবর,বাংলা,বাংলা খবর,বাংলাদেশ,বাংলাদেশ খবর,bangladesh,bangladesh news,

Post a Comment

0 Comments