Bangladesh Airforce Education Instructor/ Cypher Assistant হতে চাও ? তাহলে যে বিষয় গুলো সম্পর্কে পরিস্কার ধারনা থাকা দরকারঃ ১। পরীক্ষা পদ্ধতি ২। পরিক্ষার বিষয় সমূহ ৩। কোন বিষয় গুলো পড়তে হবে । ৪। কোন বই পড়তে হবে ৫। কিভাবে প্রিপারেশন নিতে হবে , এই সমস্ত কিছুর বিস্তারিত জানা যাবে Defence Academyর এই এপিসোড থেকে ।
সার্কুলার লিঙ্কঃ
আবেদনের যোগ্যতা:
শিক্ষা প্রশিক্ষক: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স-এ স্নাতক। স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
অথবা বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার সায়েন্সে ন্যূনতম ২.৫০ সিজিপিএ-সহ ডিপ্লোমা।
সাইফার অ্যাসিস্ট্যান্ট: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি/বিকম/বিএ-তে কমপক্ষে সিজিপিএ ২.৫০ থাকতে হবে। অথবা বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/আইটি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম ২.৫০ সিজিপিএ-সহ ডিপ্লোমা।
বিস্তারিত জানতে www.joinbangladeshairforce.mil.bd ভিজিট করুন।
লিখিত পরিক্ষার বিষয়ঃ
শিক্ষা প্রশিক্ষক- IQ, English,Gk .
সাইফার এসিস্ট্যান্ট- IQ, English, Gk
বয়সঃ সর্বোচ্চ ২৮ ।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/বিবাহিত
উচ্চতাঃ নুন্যতম ৫'৪''
বুকের মাপঃ ৩০''-৩২''
চোখঃ ৬/৬
বাংলাদেশে এই প্রথম (স্বল্প সময়ে প্রস্তূতির জন্য) Kazi Mahbubzaman Obin রচিত অলিভ গ্রীন পাবলিকেশন থেকে প্রকাশিত ফাইটার্স সিরিজ এর বই সমূহঃ
১। ফাইটার্স আইএসএসবি গাইড
২। ফাইটার্স আর্মি ভাইবা রিটেন গাইড
৩। ফাইটার্স নেভী ভাইবা রিটেন গাইড
৪। ফাইটার্স এয়ারফোর্স ভাইবা রিটেন গাইড
৫। ফাইটার্স ওয়ারেন্ট অফিসার গাইড
৬। ফাইটার্স সৈনিক গাইড
৭। ফাইটার্স নাবিক গাইড
৮। ফাইটার্স বিমানসেনা গাইড
৯। ফাইটার্স বিজিবি গাইড
দেশের যে কোন প্রান্ত থেকে কুরিয়ার এর মাধ্যমে বই পেতে কল করুনঃ
অলিভ_গ্রীন_পাবলিকেশন
01716442443, 01616442443
আবেদনের প্রক্রিয়া : প্রার্থীকে www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট অথবা joinBAF অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে।
Bangladesh Airforce exam এ অনেক যোগ্যটা সম্পন্ন প্রার্থী বাদ পড়ে যায় শুধুমাত্র প্রিপারেশন না থাকার কারনে , তাই Bangladesh Airforce পরিক্ষায় ভালো করার জন্য প্রিপারেশন নিতে হবে খুব ভালো ভাবে, এই Defence Academy Tutorial থেকে জানতে পারবে এর প্রিপারেশন কিভাবে নিবে, সম্পুর্ণ ধরনা পাবে Kazi Mahbubzaman Obin এর এই Tutorial থেকে । আর তাই ভিডিও টি সম্পুর্ন দেখবে , পুর্ণ প্রস্তুতি ও সঠিক গাইড লাইন ছাড়া ডিফেন্স এ চান্স পাওয়া সম্ভব নয় ,
আর তাই দেশের একমাত্র full time ISSB/ ডিফেন্স ট্রেইনার হিসেবে মনে প্রাণে চাই, সবাই সঠিক তথ্যটি জানুক। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে অনেক গাইডলাইন পাবে নতুনরা।
সকল বিষয় নিয়ে ভিডিও ক্লাস আসছে, সাবস্ক্রাইব করে রাখুন যাতে আসলেই পেয়ে যান।
ভালো লাগলে১ জনকে বল না লাগলে ১০ জন কে বল।
বাংলাদেশের একমাত্র পুনাঙ্গ ডিফেন্স Train up Institution ডিফেন্স একডেমী, ময়মনসিংহ , সৈনিক/ নাবিক/ বিমানসেনার এর Complete প্রস্ততির জন্য বাংলাদেশে ডিফেন্স একডেমীর বিকল্প নেই ।
মেডিক্যাল টেস্ট এর এপিসোডঃ
ফেসবুক লিঙ্কঃ
ডিফেন্স একাডেমী আইডিঃ
ডিফেন্স একাডেমীর পেইজঃ
(১)
(২)
(৩)
অভিন স্যার এর আইডি লিঙ্কঃ
অন্য কোথাও অফিসার / সৈনিক/ MODC ভর্তির প্রস্তুতি নিয়ে তোমার মুল্যবান সময় ,অর্থ ও সম্ভাবনা নষ্ট কোরো না । কারন ISSB/ ডিফেন্স প্রস্তুতি মানেই ডিফেন্স একাডেমী ।
Be a Commissioned Officer
Be a Soldier/ Sailor/ Airman
আর্মি , নেভী , এয়ারফোর্স কমিশন্ড অফিসার/সৈনিক হওয়া যদি তোমার সপ্ন হয়ে থাকে আমাদের কাছে সেটা হয়ে যায় দায়িত্ব । ১ যুগ ধরে সেই দায়িত্বটাই আমরা সফলতার সাথে পালন করে আসছি । আমরাই হতে পারি তোমার Defence Officer/ সৈনিক হওয়ার পেছনের কারিগর ............
সৈনিক/নাবিক/বিমানসেনা ব্যাচ এ ভর্তি চলছে
-যোগাযোগ :
ডিফেন্স একাডেমী
৯, শ্যামাচরন রায় রোড , ময়মনসিংহ
Contact : #Kazi_Mahbubzaman_Obin ,
CEO, #Defence_Academy
01716442443, 01616442443
(আবাসিক সুবিধা রয়েছে )
( সৈনিক / নাবিক / বিমান সেনা নিয়োগের শর্ট কোর্স, সৈনিক,নাবিক ও বিমানসেনা তে আবেদন এর যোগ্যতা SSC GPA 3.00, )
সৈনিক নাবিক ও বিমানসেনা নিয়োগ এর আলাদা আলাদা বই , দেশের যে কোন প্রান্ত থেকে কুরিয়ার এর মাধ্যমে বই পেতে কল করুনঃ
অলিভ গ্রীন পাবলিকেশন
01716442443, 01616442443
সতর্কীকরনঃডিফেন্স_একাডেমী এর নামের আগে পড়ে পরিবর্তন করে (যেমনঃ গাইড , কেয়ার, কোচিং ) যে সকল প্রতিষ্ঠান হয়েছে তাদের সাথে ডিফেন্স একাডেমীর কোন সম্পৃক্ততা নেই ।
আরও বিস্তারিত Comments এ
Key Words:
bangladesh bimanbahinibkhbhbahini bimansena exam
bangladesh bimanbahini
bangladesh airforce airmen written exam question
bangladesh airforce airmen written exam sllybus
bangladesh airforce airmen previous question
bimansena viva
bimansena porikkha
bimansena medical porikkha
সৈনিক পরিক্ষার প্রশ্ন
bangladesh airforce exam
bangladesh army navy airforce written exam preparation
Airforce Soldier Exam Bangladesh
Airforce Soldier Exam suggestion
Bangladesh airforce bimansena Written Exam
bimansena Medical Test BD
Defence Academy Mymensingh
0 Comments